Header Ads

কেন আমরা ফ্রি ল্যান্সার হবো।

 কেন আমরা ফ্রি ল্যান্সার হবো।

বর্তমান যুগে মানুষের তুলনায় চাকরি বেশি।অর্থ্যাৎ বর্তমান করোনা পরিস্থিতিতে প্রায় অনেক মানুষ চাকরি  হারা। যদিও কোনো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান চাকরির জন্য নিয়োগ দেয়।এখন আমার প্রশ্ন হলো চাকরিতে কি  ওই চাকরি ছেডে দেওয়া দক্ষ জনশক্তিকে নিবে নাকি আমাদের মত শিক্ষাগত য়োগ্যতা সম্পন্ন অদক্ষ জনশক্তিকে চাকরিতে নিবে?অবশ্যয় উত্তর হবে  ওই চাকরি ছেডে দেওয়া দক্ষ জনশক্তিকে নিবে।

তো এখন আমরা যদি  এখন  চাকরির পিছে পিছে ছুটি তাহলে দেখা যাবে চাকরি কিন্ত হবে কিন্ত অনেক   টানা ছেড়া হয়ে পরিবার চলবে অর্থ্যাৎ নুন আনতে পাান্তা ফুরোই সেই রকম একটা অবস্থা আরকি। ,,,,,,,,,  তো এখন উপায় কি হবে। 



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.